প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ দেশকে বদলে দিয়েছে: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ সংবাদদাতা
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগের প্রতিটিই অত্যন্ত চমকপ্রদ বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন— দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর অনেক উদ্যোগ আছে। তবে তাঁর বিশেষ ১০ উদ্যোগ দেশকে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরও শাণিত করতে হবে।
বুধবার (৮ জুন) সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালা উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন— ‘সরকারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সে জন্য কাজ করছি। তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মাঠে যাঁরা কাজ করেন, তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরকারের সব উদ্যোগকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। দেশকে আলোকিত করেছেন শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ তাঁরই উদ্যোগ। দেশের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ‘মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ: প্রেক্ষিত সুনামগঞ্জ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক। পরে এসব উদ্যোগের বিষয়ে আরেকটি বিশেষ উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক (গবেষণা) মো. আরিফুজ্জামান।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, এনএসআই’র যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, নুরুল মোমেন, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সিরাজুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাঈদ সাইফুল, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, পরিচালক নুরুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায় প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন— প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ ও কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ প্রকল্পগুলো সফলতার সাথে বাস্তবায়ন হলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার অন্তর্গত এই সকল প্রকল্প কিছু বাস্তবায়ন ও কিছু চলমান আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। যাতে কোনো অনিয়ম ও দুনীতির সুযোগ না থাকে। এসব উদ্যোগ প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতিমধ্যেই উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে। ভিশন ২০২১’র অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী ভিশন ২০৪১ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সঠিক এবং আরও কার্যকর বাস্তবায়ন ভিশন ২০২১ অর্জনে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।