লোকেদের উপদেশ শুনে শুনে আমি ক্লান্ত: স্বস্তিকা
বিনোদন ডেস্ক
‘ব্যস্ত সময়ে সবাই যেন দৌড়চ্ছে, কারোর হাতে সময় নেই। সবাই বড় বেশি নিজেকে নিয়ে ব্যস্ত। আর যে নিজেকে নিয়ে ব্যস্ত নয়, যে একা হাতে সংসার সামলাচ্ছে, যার অগ্রাধিকার সে নিজে নয়; বরং তার সংসার— তিনিই এখন ব্যতিক্রমী। ছাপোসা, আটপৌরে সংসার করাটা এখন একস্ট্রা অর্ডিনারি।’ এরকমই বার্তা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
স্বস্তিকার এ কথা এলে অভিনেত্রীর নিজের নয়, তার অভিনীত চরিত্র শ্রীমতীর। অর্জুন দত্তের নয়া ছবি ‘শ্রীমতী’। এক গৃহবধূর চাওয়া-পাওয়ার গল্প নিয়ে ছবির চিত্রনাট্য। একজন গৃহবধূ যে নিজের সংসার নিয়েই ব্যস্ত। সে রান্না করতে ভালোবাসে। তবে সমাজে আদর্শ গৃহবধূ বলতে যে যে গুণাগুণের কথা বলা হয়ে থাকে, তা একেবারেই নেই শ্রীমতীর।
সে একটু কুঁড়ে, কিন্তু বাড়ির সবাই খুব ভালোবাসে তাকে, পুরো পরিবারই খুব সাপোর্টিভ। কিন্তু এরই মাঝে নিজেকে হারাতে শুরু করে সে। হারিয়েও কীভাবে ফিরে আসে শ্রীমতী, সেই নিয়েই ছবির গল্প।
এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন সোহম চক্রবর্তী ও স্বস্তিকা মুখোপাধ্যায়। রিয়েল লাইফের মতো চিত্রনাট্যেও স্বস্তিকা সোহমের কলেজের সিনিয়র। স্বস্তিকার ননদের চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা।
এ ছাড়া রয়েছে বরখা বিস্ত, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। ট্রেলার মুক্তির পরেই বহু নেটিজেন সেই ট্রেলার ইতোমধ্যে পছন্দ করেছেন। আগামী ৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘শ্রীমতী’।