বাংলাদেশ আন্তঃমণিপুরী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর আয়োজনে এবং মাহা’র পৃষ্ঠপোষকতায় ‘বাংলাদেশ আন্তঃ মণিপুরী ফুটবল টুর্নামেন্ট-২০২২’ সমাপ্ত হয়েছে। মণিপুরী অধ্যুষিত বাংলাদেশ সিলেটের বিভিন্ন উপজেলা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে।
শুক্রবার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারনী খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আলম চৌধুরী।
বামছাস’র সহ-সভাপতি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব অভিষেক সিংহ রাজিব’র সভাপতিত্বে ও জুমন আহমদ’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— এন এম এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান এল নন্দলাল সিংহ, জালালাবাদ গ্যাস’র সহকারী প্রকৌশলী মোল্লা শফিক, ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী ও সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন— নাট্যজন ও বামছাস উপদেষ্টা উত্তম সিংহ রতন।
দুপুরে শুরু হওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভানুগাছ অলস্টার দল লামাবাজার সেভেন দলকে ৪-০ গোলে পরাজিত করে ২য় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে এবং বিকাল ফাইনাল খেলায় বরইতলী মৈতৈ ফুটবল ফুরূপ দল রামনগর বয়েজ ক্লাব দলকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ও প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন রামনগর বয়েজ ক্লাব।
ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার অর্জন করেন বরইতলী মৈতৈ ফুটবল ফুরূপ এর খেলোয়ার সৌরভ সিংহ এবং ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন একই দলের নুংশি মৈতৈ।
চ্যাম্পিয়ান দলকে প্রাইজ মানি হিসেবে নগদ ২৫ হাজার টাকা ও ১ টি ট্রফি, ১ম রানার্সআপ দলকে নগদ ১৫ হাজার টাকা ও ১টি ট্রফি এবং ৩য় রানার্সআপ দলকে নগদ ৮ হাজার টাকা ও ১টি ট্রফি প্রদান করা হয়।