দিরাই-টু-ঢাকা রুটে বিআরটিসির এসি বাসের যাত্রা শুরু
দিরাই সংবাদদাতা
উন্নত যাত্রী সেবার অঙ্গিকার নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রা শুরু করলো শীতাতাপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাস। শুক্রবার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন কর্তৃপক্ষ।
দিরাই পৌরশহরের থানা পয়েন্টের জালাল সিটি সেন্টারের নিচতলায় বিআরটিসির কাউন্টারে বিআরটিসির পরিচালক চৌধুরী মুর্শেদ আলমের সভাপতিত্বে ও দিরাই কাউন্টারের পরিচালক আরিফুজ্জামান চৌধুরী এহিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি ছিলেন— দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান প্রমুখ।
সভাশেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কর্তৃপক্ষ।