মহানবী সা. কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জগন্নাথপুরে মিছিল
সংবাদ বিজ্ঞপ্তি

ভারতে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তির ঘটনায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিম জনুার হৃদয়ে চরম ভাবে আঘাত করেছে। চলছে নবী প্রেমিক ধর্মপ্রাণ মুসলিম জনুার হৃদয়ে রক্তক্ষরণ। প্রতিবাদে ফুসে উঠেছেন বিশ্বের কোটি কোটি মুসলিম জনতা’সহ প্রতিবাদী মানুষ। এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও ছাত্র সংগঠন তালামীযে ইসলামীয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে আসা খন্ডখন্ড মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে জগন্নাথপুর পৌর শহর। পরে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ-এর সভাপতি মাওলানা মহি উদ্দিন এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন— আল ইসলাহ’র কেন্দ্রীয় উপদেষ্ঠা ও প্রবীন আলেমেদ্বীন মাওলানা ছমির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন— কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মইনুল ইসলাম পারভেজ ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ। বক্তব্য রাখেন— আল ইসলাহ নেতা মুফতি গিয়াস উদ্দিন, মুফতি বদর উদ্দিন আল আমিন, মাওলানা আজমল হোসেন জামী, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, হাফিজ সমছু মিয়া সুজন, সাইদুল ইসলাম, সেজু কোরেশী, ইউনুছ আলী প্রমুখ।




