সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৪ কি.মি. সড়কের সংস্কার করছে সেনাবাহিনী
তাহিরপুর সংবাদদাতা
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৪ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কার করছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও জেলার বিভিন্ন উপজেলার বন্যায় ভেঙ্গে যাওয়া সড়কে বালুর বস্তা ফেলে ফের যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে।
জানা যায়— সম্প্রতি বন্যায় সারাদেশের সঙ্গে জেলার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। পানি প্রবাহের জন্য অনেক রাস্তা কেটে দেওয়া হয়।
বর্তমানে সুনামগঞ্জে বন্যার পানি কমায় সড়কের ক্ষত চিহ্নগুলো ভেসে উঠেছে। বানের পানিতে রাস্তাঘাট ভেঙে বড় বড় গর্ত হয়েছে অনেক। এসব গর্ত বা খানাখন্দের কারণে সড়কে ভোগান্তি বেড়েছে অনেক। তাছাড়া একটু অসতর্ক হলেই যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
তাই সড়ক জনপদের আওতাধীন বানের জলে ভেঙে যাওয়া ১৮৪ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পুনরায় সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
স্থানীয়রা জানান— বন্যার পানিতে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের চলাফেরা করতেও খুব কষ্ট হয়েছে। সেনাবাহিনী নিজে ভাঙা রাস্তাঘাট গুলো সংস্কার করছে, আমরাও তাদের সহযোগিতা করছি।
সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং কোরের সিলেট কোম্পানি কমান্ডার মেজর আজাদ জানান— সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮৪ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা সংস্কার করছি। জেলার যেখানেই প্রয়োজন হবে সেখানেই আমরা তাদের সড়ক সংস্কার কাজে সহযোগিতা করব।