শান্তিগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি’র শুকনো খাবার বিতরণ
শান্তিগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের পক্ষ থেকে শান্তিগঞ্জে অসহায় বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর, গরুয়া, নোয়াগাঁও ও বৃহত্তর ডুংরিয়া গ্রামের ৩৫০ জন অসহায় বন্যার্ত মানুষের মাঝে এসব শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য সিরাজুল সিরাজুর রহমান সিরাজ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা তহুর আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল আহমদ, সাবেক মেম্বার জসিম উদ্দিন, বর্তমান মেম্বার দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. মানিক মিয়া, যুবলীগ নেতা জান্নাত হোসেন সুমন, শিমুলবাক ইউনিয়ন যুবলীগ নেতা তৈয়বুর রহমান তুহিনসহ আরও অনেকেই।