জাফলংয়ে পুলিশের নান্দনিক পিয়াইন কটেজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
সিলেটের গোয়াইনঘাটে জাফলং তামাবিল পুলিশ ফাঁড়ির অদূরে সবুজ অরণ্যঘেরা বনের ভেতর নান্দনিক পিয়াইন কটেজ নামে পুলিশের একটি কটেজ উদ্বোধন করা হয়েছে। সবুজের সমারোহে চারপাশে মনোরম এ কটেজগুলো পুলিশ বিভাগে কর্মরত সকল সদস্য, বেড়াতে আসা তাদের আত্মীয় স্বজনরাসহ একটি নির্ধারিত ফি তে তা ব্যবহারের সুযোগ পাবেন। চারটি ছোট, মাঝারি শীতাতপ নিয়ন্ত্রিত এই কটেজরুমগুলোতে রাত্রী যাপনের সকল সুযোগ সুবিধা রয়েছে।
সিলেটের সাবেক পুলিশ সুপার নুরে আলম মিনা এই কটেজের ভিত্তি প্রস্তর স্থাপন করে ছিলেন। এরপর দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের সার্বিক দিক নির্দেশনায় পূনরায় এই কটেজের নির্মাণ কাজ শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মনোরম সেই কটেজে স্বপরিবারে আসেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রথমে ফলক উন্মোচন ও পরে মোনাজাতের মধ্য দিয়ে কটেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই বিদায়ী পুলিশ সুপার। এ সময় সেখানে ফলজ ও বিভিন্ন প্রজাতির একাধিক গাছের চারা রোপন করেন তিনি। পুলিশ বিভাগের সদস্যদের জন্য নির্মিত এ কটেজের ৪টি ভবন কামিনি, টগর, হাসনাহেনা, রজনীগন্ধা নামে নামকরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন— সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুরতাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, জৈন্তাপুর থানা অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, জাফলং টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রতন শেখ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ পিপিএম বলেন— পুলিশ বিভাগের কর্মরত সদস্যদের জন্য স্থাপিত এ কটেজ উদ্বোধনের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের সেবামুলক একটি সম্পদের যাত্রা শুরু হলো। নিজেদের প্রয়োজনে একটি নির্ধারিত ফিতে যে কোন পুলিশ সদস্য এ কটেজ ব্যবহার করতে পারবেন।