চুনারুঘাটে বেপোরোয়া মোটর সাইকেলের কারণে বেড়েছে দুর্ঘটনা
সময় সংগ্রহ
হবিগঞ্জের চুনারুঘাটে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চলাচল বেড়ে গেছে। চুনারুঘাট পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে, ছোট-বড় হাটবাজারে বেড়ে চলছে যেখানে সেখানে পার্কিং ও দ্রুত গতিতে মোটরসাইকেল চলাচল। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
জানা যায়— চুনারুঘাট পৌরশহর অতিক্রম করে চান্দপুর, চন্ডিছড়া, চাকলাপুঞ্জি, বেগমখান, লস্করপুর, নালুয়া, রেমা-কালেঙ্গাসহ বিভিন্ন চা বাগানে প্রাকৃতিক সৌন্দর্য্য, পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানে এই সুন্দর্য্য উপভোগ করতে সিএনজি, মোটরসাইকেল, টমটম, রিকশাসহ বিভিন্ন যানবাহন করে দর্শনার্থীরা ভীড় করছেন। এসব স্থানে অহরহ বেপরোয়া হয়ে মোটরসাইকেল দ্রুত গতিতে চলাচল করছে। অধিকাংশ মোটরসাইকেলে নেই নাম্বার প্লেট। ব্যবহার করা হচ্ছে না হেলমেট।
কয়েকজন পথচারী জানান— ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিভিন্ন উৎসবে চা বাগান ও পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল নামে। এর মধ্যে বেশিরভাগেই মোটরসাইকেল চলাচলকারী ১০/১২ থেকে ২০-২৫ বয়সী এই বয়সী কিশোর-যুবকরা তাদের অনেকেই দলে দল বেধেঁ মোটরসাইকেল চলাচলে প্রতিযোগিতার অন্ত নেই। অতিরিক্ত গতিতে রাস্তা অতিক্রম করে, ডান-বাম না দেখেই যেখানে সেখানে মোটরসাইকেলের দিক পরিবর্তন, মাঝ রাস্তায় পার্কিং করে।
তাদের কারণে অসহায় সাধারণ পথচারী ও জনসাধারণ। এতে আরোহীসহ পথচারীর জীবন ঝুঁকিপূর্ণ। ঘটছে অহরহ দুর্ঘটনা। সচেতন মহলের দাবি দ্রুত গতিতে মোটরসাইকেল চলাচলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন— এই বিষয়ে যথাশিগগিরই থানা পুলিশসহ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ বেপরোয়া যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।