বিদ্যুৎ ব্যয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের
শান্তিগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন— দেশে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ আছে। তবে তা ব্যয়ে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে। আমাদের শতভাগ বিদ্যুৎ আছে যা আশপাশের অন্যান্য দেশে নেই। এ বিদ্যুতকে আমাদের কাজে লাগাতে হবে। ইদানীং যে সমস্যা হচ্ছে তা বৈশ্বিক জটিল পরিস্থিতির কারণে হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যারও সমাধান হবে। আমাদের বিদ্যুতের কোনো সংকট নেই।
রবিবার (১৭ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজলবাড়িতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সুনামগঞ্জ জেলায় বন্যার্ত অসহায় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন— সুনামগঞ্জের প্রতি আমাদের আলাদা নজর আছে। এটি হাওরিয়া জেলা। বর্ষায় পানি থাকে। এসময়ও যেন নিরবিচ্ছিন্ন সেবা পেতে পারেন সে দিকে জোর দিয়েই কাজ করছি আমরা। বিদ্যুতের লাইনে, খুঁটিতে যদি কোনো সমস্যা হয় আমরা চেষ্টা করি দ্রুত এর সমাধান করতে। আপনাদের সেবায় পল্লী বিদ্যুৎ সব সময় প্রস্তুত।
বোর্ডের চেয়ারম্যান আরও বলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমাদের অনেক কিছু হয়েছে। আমাদের শতভাগ বিদ্যুৎ আছে যা আশেপাশের কোন দেশে নেই। মহাকাশে আমাদের স্যাটেলাইট আছে, আমরা পদ্মা সেতু করেছি, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল হচ্ছে। সারা পৃথিবীর মানুষ অবাক থাকিয়ে রয়, বিভিন্ন দেশ বাংলাদেশকে নিয়ে উদাহরণ দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব আগামীতে আরও এগিয়ে যাবো আমরা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (পূর্বাঞ্চল) ফকির শরীফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব বানটা, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এ সময় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, সহকারি জেনারেল ম্যানেজার মো. নাদির হোসেন’সহ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।