রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের খাদ্য সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় ৭০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী, বালতি, হাইজিন কিটস, চাটাই ও কিছু পরিবারের মধ্যে ত্রিপল বিতরণ করা হয়। এছাড়াও গত মঙ্গলবার জকিগঞ্জ ও সিলেট সদর উপজেলায় আরো ৩০০ প্যাকেটসহ তৃতীয় ধাপে ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রানিখাই ইউনিয়নের জাঙ্গাইল, উত্তর রায়পুর, পশ্চিম রায়পুর, পূর্ব রায়পুর, কালাইরাগ এলাকায় ৩০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত সেক্রেটারী সুয়েব আহমদ। এ সময় উপস্থিত ছিলেন— কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মজির উদ্দিন, উত্তর রানিখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মেম্বার জয়নাল আবেদীন, মেম্বার ফয়জুর রহমান, আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, আখিল চন্দ্র বিশ্বাস, আজীবন সদস্য শামসুল আলম ও শাহ আলম স্বাধীন প্রমুখ।
গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন— বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ। এ সময় উপস্থিত ছিলেন— প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজিম খাঁন, রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দীন, সিলেট বন বিভাগের রেঞ্জার ছাদ উদ্দীন, আজীবন সদস্য মদরিছ আলী।
জৈন্তাপুর উপজেলায় ২০০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সিলেট উপ-পরিচালক মো. আবদুস সালাম, যুব কার্যকরী সদস্য বদরুল আযাদ শুভ, পলাশ গুন, মুজিব খান ফাহিম, চৌধুরী লাবিব ইয়াসির, নাইমা খান রুমা, আবু জ্যাকেরিন, জাহেদ আহমদ, শাহ আলম’সহ যুব সদস্যবৃন্দ।