জৈন্তাপুরে ‘আইকন ফাউন্ডেশন’ এর ঢেউটিন বিতরণ
জৈন্তাপুর সংবাদদাতা
আইকন ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে শুক্রবার (২২ জুলাই) সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
আইকন সভাপতি আবু বকর সিদ্দীক ও অর্থ সম্পাদক সৈয়দ জাকির বিল্লাহর তত্ত্বাবধানে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মাওলানা কবির আহমদ, হাফিজ মাসউদ আজহার, মাওলানা রেজাউল করিম, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ জয়নুল আবেদীন ডালিম, মাওলানা আব্দুল মতিন কোরাসানি, মাওলানা ফাহিম আহমদ, মাওলানা ইমরান আহমদ, হাফেজ সাজ্জাদ হুসাইন রুমন, আব্দুল্লাহ আল মাহফুজ, তাজ উদ্দিন মাসরুর, এটিএম তানভীর, মিনহাজুল ইসলাম প্রমুখ।
এ সময় ‘আইকন ফাউন্ডেশন’ এর পুনর্বাসন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ঢেউটিন বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।