সিলেট মহানগর বিএনপির ‘জোড়াতালির’ প্রস্তুতি সভা!
সময় সংগ্রহ
দেশজুড়ে অব্যাহত বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সাফল্যের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ভাতালিয়ায় মহানগর বিএনপির বিএনপি ও অঙ্গ-সংগঠনের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
শনিবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
বিক্ষোভ সমাবেশ সাফল্যের লক্ষ্যে মহানগর বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির অধিকাংশ সদস্য অনুপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান অতিথি ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
জানা যায়— মহানগর বিএনপির ৩৫ সদস্যের আহবায়ক কমিটির মধ্যে সদস্য সচিবসহ অনুপস্থিত ছিলেন অন্তত ২১ জন সদস্য। জরুরি বৈঠকে ১৪ জন যুগ্ম আহবায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৫ জন। মহানগর বিএনপির পদস্থ নেতারা অনুপস্থিত থাকলেও এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ জেলা কমিটির কয়েকজন সদস্য।
মহানগর বিএনপির একাধিক সূত্র জানায়— জরুরি বৈঠকে খন্দকার মুক্তাদিরের উপস্থিতি নিয়েই কেন্দ্রীয় কর্মসূচি হলেও স্থানীয়ভাবে বিভক্তি দেখা দিয়েছে। সভায় অনুপস্থিত মহানগর বিএনপির একাধিক নেতার অভিযোগ— স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে থাকা খন্দকার মুক্তাদির ফের সামনে আসার চেষ্টা করছেন, যা অনেকেই মেনে নিতে পারছেন না। মহানগর আহবায়ক জেলা কমিটির নেতাদের নিয়ে ‘জোড়াতালি’র বৈঠক করেছেন, দাবি তাদের।
জেলা বিএনপিতে খন্দকার মুক্তাদিরের নিজস্ব বলয়ের লোকজনের আধিক্য থাকলেও মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে সে সংখ্যা কম। তবে জেলা কমিটির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর মাধ্যমে খন্দকার মুক্তাদির ফের নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের দাবি।
এদিকে, প্রস্তুতি সভায় অনুপস্থিত থাকলেও শনিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ দলটির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। গত বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার বরাবরে অবহিতকরণ চিঠিও দিয়েছেন সদস্য সচিব।
কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে আনুষ্ঠানিক সকল কিছুতে থাকলেও আহবায়কের ডাকা জরুরি বৈঠকে কেন অনুপস্থিত সদস্য সচিব এমনটা জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য নেওয়া যায়নি।
এদিকে, জরুরি এই প্রস্তুতি সভার সংবাদ জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন। এতে জানানো হয়— প্রস্তুতি সভায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজীবুর রহমান নজীব, আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, মুকুল মুর্শেদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আক্তার রশীদ চৌধুরী, আফজল হোসেন, শামীম মজুমদার, আবুল কালাম, সৈয়দ সাফেক মাহবুব, সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল, আব্দুল ওয়াহিদ সোহেল, শাহ নেওয়াজ বখত তারেক, আজিজ হোসেন, দেওয়ান জাকির খান, সুদীপ জ্যোতি এষ, দিলোয়ার হোসেন দিনার, ফজলে রাব্বী আহসান।