আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামছুল হক বলেছেন— খেলাধুলার মাধ্যমে শৃংখলার চর্চা হয়। শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে শৃংখলা জীবন লাভ করা সম্ভব।
তিনি বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বেলা ২ টায় সমিতির ২ নম্বর হলের ৫ম তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সমাজ বিষয়ক সম্পাদক ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মো. সোহেল মিয়া এডভোকেট।
সহ-সমাজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ হুছাইনুর রহমান (লায়েছ) এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— সমিতির যুগ্ম সম্পাদক-১ বিজিত লাল তালুকদার এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম এডভোকেট, লাইব্রেরী বিষয়ক সম্পাদক এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব) এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দীন আহমদ এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট ও মো. আব্দুল মুকিত এডভোকেট, সহ-সম্পাদক আরিফ আহমদ এডভোকেট, গোলজার হোসেন খোকন এডভোকেট ও মো. সাদিদুর রহমান (রিপন) এডভোকেট, সদস্য আব্দুল গফফার এডভোকেট, মো. আখতার হোসেন খান এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, মো. রাজ উদ্দিন এডভোকেট, মো. আব্দুল ওদুদ এডভোকেট, মো. আনোয়ার হোসেন এডভোকেট, কল্যাণ চৌধুরী এডভোকেট, আব্দুল মালিক এডভোকেট, মো. গিয়াস উদ্দিন এডভোকেট, এমদাদুল হক এডভোকেট ও আবু মোহাম্মদ আসাদ এডভোকেট প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ২ নম্বর বার হলের সম্মুখে ফেস্টুন সম্বলিত শতাধিক বেলুন আকাশে উড়ানো হয়। এ সময় সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সমিতির সভাপতি মো. সামছুল হক এডভোকেট কেক কেটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল মুকিত এডভোকেট।