প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে জকিগঞ্জে যুবক গ্রেফতার
জকিগঞ্জ সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে আবদুল ওয়াহিদ তাপাদার (২৪) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা তিনটার দিকে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেফতার ওয়াহিদের বাড়ি জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামে। তিনি জকিগঞ্জ পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ইজ্জাদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে— জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সম্প্রতি ওয়াহিদ জকিগঞ্জ বাজারের একটি তেলের দোকানের সামনে প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় কটূক্তি করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাঁকে গ্রেফতারে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বেলা তিনটার দিকে ওয়াহিদকে জকিগঞ্জের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন— ওয়াহিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় কয়েক বাসিন্দা জানান— গ্রেফতার ওয়াহিদ নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিতেন। পাশাপাশি জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের বিভিন্ন সভা-সমাবেশের ছবিও তিনি ফেসবুকে শেয়ার করতেন।
তবে ওয়াহিদ ছাত্রলীগের কেউ নন বলে দাবি করেন কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। তিনি বলেন— ওয়াহিদ জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নন এবং তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত নন।