যুবলীগের চেয়ারম্যান ও সেক্রেটারিকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সিলেট আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবলীগের পক্ষ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন— যুবলীগের চেয়ারম্যানের সহধর্মিণী এডভোকেট নাহিদ সুলতানা যুথী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, যুবলীগের যুগ্ম-সম্পাদক শেখ নাইম, যুবলীগের যুগ্ম-সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রকি, ব্যারিষ্টার তৌফিকুর রহমান, ব্যারিস্টার আশিকুর রহমান শান্ত, মুকিত চৌধুরী, সৈয়দা সানজিদা মহসিন, ফজলে রাব্বি স্মরণ, মিসির আলী, নুর মিয়া, রাজন আহমদ।
নেতৃবৃন্দ রবিবার (৯ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছিলে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার’সহ সহশ্রাধিক নেতাকর্মী তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে এক নেতৃবৃন্দকে বিশাল মটর শোভাযাত্রা সহকারে হজরত শাহজালাল রাহ. মাজারে পৌঁছে দেওয়া হয়। এ সময় তিনি মাজার জেয়ারত করেন এবং এখানে মাগরিবের নামাজ আদায় করেন।
এছাড়াও বিমানবন্দরে নেতৃবৃন্দকে স্বাগত জানান— সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান এমপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।