এড. গিয়াস উদ্দিন আহমদ’র নিরঙ্কুশ বিজয়ে সেলিম জে আহমেদ’র অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি
বহুল কাঙ্খিত সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং (বিশ্বনাথ) ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, বিশ্বনাথ উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
এডভোকেট গিয়াস উদ্দিন আহমদের নিরঙ্কুশ বিজয় লাভে বিভিন্ন মহলের পাশাপাশি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন— যুক্তরাজ্যে ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ।
প্রসঙ্গত; গত ১৭ অক্টোবর সোমবার দেশব্যাপী চলমান জেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৬নং (বিশ্বনাথ) ওয়ার্ডে এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ তালা প্রতীকে ৭০ ভোট পেয়ে প্রাথমিক ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (সাবেক জেলা পরিষদের সদস্য) মাওলানা সহল আল রাজী পেয়েছেন ৩১ ভোট।
তালা প্রতীকে এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ-কে জয়যুক্ত করায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সকল ভোটার, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেলিম জে আহমেদ।