বিশ্বনাথ পৌরসভা নির্বাচন: ‘ইভিএম’ নিয়ে শঙ্কা মেয়র প্রার্থী মুহিবুর রহমানের
বিশ্বনাথ সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে আগামি বুধবার অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। ভোটারদের মতে— নির্বাচনে সাত মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থীত নৌকার প্রার্থী ফারুক আহমদ, স্বতন্ত্র জগ মার্কার মেয়র প্রার্থী (সাবেক উপজেলা চেয়ারম্যান) মুহিবুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি (বহিস্কৃত) জালাল উদ্দিন মূল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন।
তবে, নির্বাচনে ইভিএম পদ্দতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জগ মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহিবুর রহমান। তার মতে— নতুন এই পৌরসভায় ৩৫ হাজার ৩৮২ ভোটারের মধ্যে তার জগ মার্কায় ৮০শতাংশ ভোট পড়বে। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জগের ওই ভোটগুলো নৌকায় স্থানান্তর করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা হবে।
রবিবার (৩০ অক্টোবর) বিকেলে পৌরশহরের রামপাশা রোডস্থ নিজ বাসার সামনে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মুহিবুর রহমান তার এই শঙ্কার কথা জানিয়েছেন।
৮০ভাগ ভোট পাওয়ার নিশ্চয়তা জানিয়ে সংবাদ সমোমলনে মুহিবুর রহমান সাংবাদিকদের বলেন— নির্বাচনের দিন ‘ভোট পড়বে জগে আর বিজয়ী করানো হবে নৌকাকে’। প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে এমন কর্মকান্ড করা হবে বলে প্রাচরাণা চালাচ্ছেন নৌকার প্রার্থী, সমর্থক ও আওয়ামী লীগ নেতারা।
এছাড়া তার শেষ নির্বাচনী জনসভা করতে থানা পুলিশকে আগে জানালেও থানার ওসি গাজী আতাউর রহমান নৌকার প্রার্থীকে প্রাধান্য দিয়ে তার বাসার সমানে জনসভার অনুমতি দিয়েছেন। এজন্য একই সময়ে ৩১ অক্টোবর সোমবার বিকেল ৩টায় পৌর শহরের জানাইয়া খেলার মাঠে পথ-সভা করতে হচ্ছে তাকে।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন— নৌকা ও জগ মার্কার মেয়র প্রার্থীদের নির্বাচনী অফিস পাশাপাশি স্থানে। একই সময়ে দু’পক্ষের সভা হলে আইনশৃংখলার অবনতি হতে পারে। তাই দু’পক্ষকে দুই জায়গায় পথ-সভা করতে স্থান নির্ধারণ করে দেওযা হয়েছে।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন— সুষ্ঠু নির্বাচনেরদিন কোথাও আইনশৃঙ্খলার অবনতি হতে দেওয়া হবে না।
ভোট স্থানান্তরের কোন সুযোগ নেই জানিয়েছেন ইউএনও নুসরাত জাহান এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমঙ্গীর হোসেন। তারা বলেন— অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কেউ গুজব ছড়ালে তাতে কান না দেওয়ার জন্য সকল প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।