৬ নভেম্বর সিলেটে আসছেন আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
সংবাদ বিজ্ঞপ্তি
আগামী ৬ নভেম্বর সিলেটে আসছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ লক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতিবৃন্দ ও সম্পাদকমন্ডলীর সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থানীয় একটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন— মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক এ.টি.এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ।
নেতৃবৃন্দ বলেন— আগামী ৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। প্রতিনিধি সভাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।