সিলেটে ‘ওয়ার্ল্ড ভিশন’ এর উদ্যোগে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
মঙ্গলবার (১ নভেম্বর) সিলেট নগরীর নোয়াগাঁও পুরাতন টুকেরবাজার প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত হংকং গভর্নমেন্ট স্পেশাল এ্যাডমিনিস্ট্রেটিভ রিজিওনের আর্থিক সহায়তায় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন— সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ তৌফিক বকস।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ. দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলী আকবর, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান মো. শহিদ আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক।
এ সহায়তার আওতায় ১২ হাজার পরিবারে ১৫ দিনের জন্য অতীব জরুরী চাহিদা পূরণ ও হাইজিন কিটস প্রদান করা হয়। যার মাধ্যমে উক্ত ১২ হাজার পরিবারে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ১৯০টি পরিবারের মাধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।