ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ-কে সিলেটে সংবর্ধনা
সময় সিলেট ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মাওলানা মুফতি মাওসুফ আহমদ ও ইউরোপ জমিয়তের অন্যতম নেতা মাওলানা এনাম উদ্দীন এর সম্মানে সংবর্ধনা প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা।
মঙ্গলবার (১ নভেম্বর) বাদ আসর বন্দরবাজারস্হ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন— জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী।
জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন-এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— মহানগর সিনিয়র সহ-সভাপতি হাফিজ আবদুর রহমান সিদ্দিকী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক ক্বাসিমী, যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা শফিউল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি জুবায়ের আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুতফুর রহমান।
সদর উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা খলীলুর রহমান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক নোমান সিদ্দিক, সহ-অফিস সম্পাদক ক্বারী সোলাইমান, মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি আবদুল আহাদ আল আতীক, সাধারণ সম্পাদক মাওলানা বাহরুল আমীন, সাংগঠনিক সম্পাদক আবদুল করীম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাকি হাসান, ফরিদ আহমদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন রুম্মান, অর্থ সম্পাদক মাহবুবুল হক, হাবীবুল্লাহ আহবাব, সাইফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য সিদ্দিক আলম ও ছাত্রনেতা রফিউদ্দিন খান সালমান প্রমুখ।




