সিলেটের সমাবেশ হবে ঐতিহাসিক: স্বেচ্ছাসেবক দল
নগর সংবাদদাতা
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন— আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে শেষ করে দিয়েছে। তাই দেশকে বাঁচতে, মানুষকে বাঁচাতে জনগণকে রাস্তায় নামতে হবে। তাই আাগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার কোন বিকল্প নেই। সিলেটের সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ।
বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় ২০ নভেম্বরের গণসমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন— সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ আনসারী, আবু সালেহ মো. তাহের, আব্দুল হাশিম জাকারিয়া, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সদস্যদের মধ্যে সিনিয়র সদস্য বেলাল আহমদ, মিছবা আহমদ জেহিন, আবির হাসান মুহিন, মেহেদী হাসান শপু, শফিকুল ইসলাম, বিমল দেব, রায়হান আহমেদ, জিয়াউর রহমান, সেলিম মিয়া, গোলাম রব্বানী, ইবনে জাহান তানভীর, গোলাম মুস্তফা, হোসেন খান এমাদ, সোবহান আজাদ, মো. সালাউদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুলতান মনসুর, গাজী লিটন, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গুলশান উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজ হোসেন তারেক, ৯নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, ১৭নং ওয়ার্ডের আহ্বায়ক এম এ হাসান সাগর, ৯নং ওয়ার্ডের সদস্য সচিব জামিল বক্স, ১০নং ওয়ার্ড সদস্য সচিব মুক্তার আহমদ, শরীফ আহমদ, আলিম তালুকদার, ইমরান আহমদ, সেলিম আহমদ, এহিয়া আহমেদ, ফয়সাল আহমদ, এনামুল হক জুমন, শিপন আহমদ, জামাল আহমদ, ইমরান আহমদ রাফি প্রমুখ।