সিলেটে ক্যালিগ্রাফি শিক্ষা কোর্স’র ওরিয়েন্টেশন ক্লাস শুরু
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ক্যালিগ্রাফি শিক্ষা কোর্সের ফলে নতুন প্রজন্ম একদিন প্রতিনিধিত্বশীল, মানসম্পন্ন ক্যালিগ্রাফি শিল্পী হয়ে উঠবে। এটা সিলেটের জন্য এক মাইলফলক। এই শিল্প শতশত ছেলেমেয়ে শিখবে এবং শিখাবে। ক্যালিগ্রাফি শিল্প সিলেট এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনমাত্রায় উপস্থাপন করবে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ‘ক্যালিগ্রাফি শিক্ষা কোর্স-২০২২ এর ওরিয়েন্টেশন ক্লাস শুরু করে প্রধান অতিথির বক্তব্য রাখেন— দেশবরেণ্য ক্যালিগ্রাফার আরিফুর রহমান।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— শাহজালাল দরগাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ-প্রচার সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন— ক্যালিগ্রাফি সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, ক্যালিগ্রাফি সোসাইটির সদস্য সেলিম আউয়াল, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ অফিস সম্পাদক মঈন উদ্দিন, দেওয়ান সনোবর রাজা চৌধুরী নাফি, দেওয়ান তাহসিন রাজা চৌধুরী শাফি, ছড়াকার আতাউর রহমান প্রমুখ।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ‘ক্যালিগ্রাফি শিক্ষা কোর্স-২০২২’ ওরিয়েন্টেশনে শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন— ক্যালিগ্রাফার মুফাচ্ছির আহমদ ফয়েজী, ক্যালিগ্রাফার কবির আশরাফ, ক্যালিগ্রাফার আবুল হাসান।