জঙ্গি-সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আমরা ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছি: সিলেটে আইজিপি
স্টাফ রিপোর্টার
জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আমরা বিশ্বের বুকে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছি বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন— জঙ্গিরা এক সঙ্গে দেশের ৬৩টি জেলায় রক্তের হুলিখেলায় মেতে উঠেছিল। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের জিরো টলারেন্স নীতির আলোকে আমরা কাজ করছি। সকলে মিলে কাজ করার কারণে দেশ থেকে জঙ্গিবাদ আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি।
এ সময় তিনি সিলেটের আতিয়া মহলের জঙ্গি আস্তানার প্রেক্ষাপট তুলে ধরেন।
শুক্রবার (৪ নভেম্বর) দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেশন হলে জেলা ও মহানগর পুলিশের আয়োজনে সুধী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন— ‘আইজিপির দায়িত্ব পাওয়ার পর আমার নিজের এলাকাতে এসেছি। এখানে যারা আছেন, সবাই আমার অত্যান্ত আপনজন। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি।’ ‘প্রধানমন্ত্রী যে সম্মানি পদ আমাকে দিয়েছেন, এই পদের দায়িত্ব যেন আমি যথাযথভাবে পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও সহযোগীতা চাই। আমার দৃঢ় বিশ্বাস সবাই দোয়া করবেন। তাছাড়া আগে যেভাবে দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সবাই সহযোগীতা করেছেন, এখন আরও বেশি সহযোগীতা করবেন আশাবাদি।
তিনি বলেন— জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে সকল শ্রেণী পেশার মানুষকে একটি প্ল্যাটফর্মে এনে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা ও দেশের উন্নয়নের জন্য তিনি মানুষকে উজ্জীবিত করেছেন।
এ সময় বক্তব্য রাখেন— পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বক্তব্য রাখেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, শাবিপ্রবির ভিসি ফরিদ উদ্দীন আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ পুলিশের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।