শ্রীমঙ্গলে একক ও মিশ্র ফল বাগান প্রদর্শনী উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি ২০২২-২০২৩ অর্থবছরে একক ও মিশ্র ফল বাগান প্রদর্শনী প্লট সৃজন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব বাগান সৃজন করা হচ্ছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস থেকে কৃষান ও কৃষানিদের মাঝে ফলের চারা, রাসায়নিক সার, প্রদর্শনী প্লটের সাইনবোর্ড ইত্যাদি বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তর সুত্র জানায়— চলতি ২০২২-২০২৩ অর্থবছরে বৃহস্পতিবার ৬০ টি একক ও মিশ্র ফল বাগান সৃজনের জন্য চারা, সারসহ বিভিন্ন উপকরণ কৃষান ও কৃষানিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমা পাল।