মামলা নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না: মির্জা ফখরুল
সময় সিলেট ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— মিথ্যা মামলা, অত্যাচার ও নির্যাতন করে তাঁদেরকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেছেন— অতীতেও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি, হবেও না। একটা কথা আছে, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কিবা ভয়।
রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে যুবদল।
সমাবেশে মির্জা ফখরুল বলেন— ভয়ভীতিমুক্ত সমাজ গড়তে চান তাঁরা। এই লক্ষ্যেই বিএনপি আন্দোলন গড়ে তুলছে।
এ জন্য যুবক ও তরুণদের জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন— এই জাগরণে আওয়ামী লীগকে পরাজিত করে গণতন্ত্রের বিজয় ঘটানো হবে। তিনি বলেন— বিএনপির গণসমাবেশে সাধারণ মানুষ অংশ নিয়েছেন। পরিবর্তনের আশায় মানুষ সমাবেশে অংশ নিচ্ছেন।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।




