সিম্পল রিজনের উদ্যোগে ফ্রি খাতনা কার্যক্রম অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটে সিম্পল রিজনের উদ্যোগে ফ্রি খাতনা কর্মসূচি পালিত হয়েছে। গত বুধবার (২ নভেম্বর) সিলেটের আর রশিদ ইনস্টিটিউটে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে স্থানীয় একাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের খাতনা করানো হয়েছে।
খাতনা কার্যক্রমে নানামুখী সহযোগিতা করে বশির আহমদ শায়খে বাঘা কমপ্লেক্স। খাতনা কার্যক্রমে উপস্থিত ছিলেন— চ্যারিটি সংস্থা সিম্পল রিজনের ট্রাস্টি মাওলানা হোসাইন আহমেদ।
শিশুদের খাতনা করানোর পাশাপাশি বিএসবি কমপ্লেক্সের পক্ষ থেকে প্রতিটি শিশুকে খাবার, ওষুধ, পোশাক, বই ও নগদ অর্থ প্রদান করা হয়। খাতনা কার্যক্রম পরিদর্শনে আসেন সিলেট আম্বরখানা জামে মসজিদের খতিব মুফতি জিয়াউর রহমান, মাওলানা আবু যর রিজওয়ান, মাওলানা সাদিকুর রহমান, এডভোকেট শামীম কবির প্রমুখ।
আগত অতিথিবৃন্দ খাতনা ক্যাম্পেইনের ভূয়সি প্রশংসা করেন এবং এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। বিনামূল্যে ও উন্নত ব্যবস্থাপনায় সন্তানদের নিরাপদ খাতনা করাতে পেরে অভিভাবকরাও আয়োজকদের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় নিয়োজিত চ্যারিটি সংস্থা সিম্পল রিজনের ট্রাস্টি ও খাতনা কার্যক্রমের আয়োজক মাওলানা হোসাইন আহমদ অভিভাবক ও স্থানীয়দের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাঁর চ্যারিটি সেবা কার্যক্রম অব্যাহত রাখবে জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।