ধর্মঘটের আগেই হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সিলেটে
হবিগঞ্জ সংবাদদাতা
সিলেটে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বিভাগের প্রায় সব জেলাতেই ইতোমধ্যে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার থেকে হবিগঞ্জেও পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এদিকে ধর্মঘটের ডাক দেওয়ার আগেই হবিগঞ্জের বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবারই সিলেটে চলে যান। কয়েক হাজার নেতাকর্মী সন্ধ্যার আগেই সিলেটে পৌঁছে গেছেন।
বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ জানান— ধর্মঘট দিয়ে মানুষকে আটকানো যাবে না। ইতিপূর্বে সিলেটের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবার তার চেয়ে ভিন্ন। এবার আরও অধিক সংখ্যক মানুষ সমাবেশে জমায়েত হবেন। সেটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি হবে।
তিনি বলেন— এখন শুধু নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও যুক্ত হয়েছেন। জনসমুদ্র হয়ে যাবে।
তিনি আরও বলেন— অতীতে আমাকে অনেক মিথ্যা মামলার আসামি করা হয়েছে। এবার আরও একটি মিথ্যা মামলা দিয়েছে। এগুলো আমি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করব। তাদের মিথ্যা মামলায় আমার প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়বে।
উল্লেখ্য, সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে পরিবহণ মালিক শ্রমিকরা সিলেটে প্রথমে ধর্মঘট ডাকেন। পরে মৌলভীবাজারেও একইভাবে ধর্মঘট ডাকা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জেও ধর্মঘট ডাকে জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।