সিলেটে বিএনপির সমাবেশে মানুষের নয়, সুরমা নদীর ঢল: ওবায়দুল কাদের
সময় সিলেট ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন— বিএনপি শুধু বলে তাদের সমাবেশে জনতার ঢল নেমেছে। গাজীপুরে আসেন ফখরুল ভাই। দেখুন, ঢল কাকে বলে।
আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন— সিলেটে বিএনপির সমাবেশে ঢল নেই, সুরমা নদীর ঢল। আর এখানে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ। সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেখুন। এখানে শুধু মহানগর, ওখানে ৫ জেলা। যেখানে সমাবেশ, সেখানে সারা দেশ থেকে ৭ দিন আগে থেকেই রওনা দেন। কারণ, ওখানে শুধু খাওয়া আর খাওয়া।
নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের বিকল্প কিছু নেই বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন— ক্ষমতা পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো বিকল্প নেই।
এর আগে দুপুর ২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মেহের আফরোজ চুমকি’সহ সিনিয়র নেতারা সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান। সম্মেলনে সেতুমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বক্তব্য দেন।