পর্দা উঠল বহুল প্রতিক্ষিত অনন্য এক ‘কাতার বিশ্বকাপের’
সময় সিলেট ডেস্ক
পর্দা উঠল অনন্য এক বিশ্বকাপের, বহুল প্রতিক্ষিত ২০২২ কাতার বিশ্বকাপের। আল বাইত স্টেডিয়ামে স্থানীয়দের পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
আধঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাং কুকের পরিবেশনা। কাতারের গায়ক ফাহাদ আল কুবাইসির সঙ্গে মিলে তিনি গাইবেন বিশ্বকাপের অন্যতম থিম সং ড্রিমার্স।
সাতভাগে বিভক্ত এ অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ফিফা বিশ্বকাপের শুভেচ্ছাদূত ঘানিম আল মুফতাহ ও কাতারের আরেক গায়ক দানা।
বিশ্বকাপ জয়ী স্পেনের সাবেক অধিনায়ক ইকার কাসিয়াস ও ব্যলন ডরজয়ী ব্রাজিলের সাবেক তারকা কাকাও উপস্থিত অন্যান্য পারফরমারদের সঙ্গে।