জগন্নাথপুর উপজেলা আ.লীগের নতুন কমিটি ঘোষণা
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আ.লীগের সম্মেলন শেষে ৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (১৬ নভেম্বর) স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বর্তমান কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। অবশেষে রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
নব-ঘোষিত কমিটিতে আবারো সভাপতি হলেন— নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও আবারো সাধারণ সম্পাদক হলেন রেজাউল করিম রিজু। তবে নতুন করে সহ-সভাপতি হলেন— সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া ও যুগ্ম-সম্পাদক হলেন— সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান।