জনগণকে সঙ্গে নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই: ইলিয়াসপত্নী লুনা
বিশ্বনাথ সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন— এই সরকারের হাত থেকে আমরা মুক্তি চাই। আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন— দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ বাজারে প্রত্যেকটা নিত্যপণ্যের দাম বেড়েছে। সেই সঙ্গে মানুষের খরচ বেড়েছে কিন্তু আয় বাড়েনি। তিন বেলা ভাত খাওয়া কষ্টসাধ্য হয়েছে। এসবের প্রতিবাদ করলে সরকার দমন-পীড়ন, খুন ও গুম করছে। ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করতে গিয়ে সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দি করে রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামছুজ্জামান সমছু, সহ-সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, মোহাম্মদ কাওছার খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, বিএনপি নেতা খছরুজ্জামান খছরু, কাওছার আহমদ তুলাই প্রমুখ।




