রুশ নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন ড্রোন দিয়ে ইউক্রেন সেনাদের ভয়াবহ হামলা
আন্তর্জাতিক সময়

ইউক্রেনের সামরিক বাহিনী নববর্ষের প্রাক্কালে রুশ নিয়ন্ত্রিত মাকিভকা শহর এবং মস্কোনিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের অন্যান্য স্থানে গোলাবর্ষণ করেছে। এ বিষয়ে রুশ কর্মকর্তারা বলেছেন— একটি রাশিয়ান সামরিক কোয়ার্টারে আঘাত হেনেছে ইউক্রেনীয় সেনারা। এ সময় অনেক লোক মারা গেছেন। খবর এনডিটিভির।
রবিবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রুশ প্রশাসন বলেছে— ‘নববর্ষের আগের রাতে এই অঞ্চলে অন্তত ২৫টি রকেট নিক্ষেপ করা হয়েছিল।’
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে— মাকিভকা শহরে হিমার্স রকেট দিয়ে ওই হামলা চালানো হয়েছে। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হন। মাকিভকা শহরটি মূলত একটি কয়লা উৎপাদন কেন্দ্র। তবে রয়টার্স স্বাধীনভাবে ওই রুশ প্রতিবেদনগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
এ বিষয়ে গণমাধ্যমের কাছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রবিবার এক দৈনিক প্রতিবেদনে রুশ কর্তৃপক্ষ বলেছে যে, তারা মাকিভকা অঞ্চলসহ অন্যান্য স্থানে সাতটি হিমার্স রকেট ধ্বংস করেছে।
দোনেৎস্ক অঞ্চলের মস্কো-নিয়ন্ত্রিত অংশের শীর্ষ রুশ কর্মকর্তা ড্যানিল বেজসোনভ বলেছেন— একটি ভোকেশনাল (বৃত্তিমূলক) স্কুলে ওই ইউক্রেনীয় হামলা হয়েছিল। এটা রাশিয়ান সেনাদের কোয়ার্টার হিসেবে ব্যবহার করা হতো। তিনি বলেন— নববর্ষের দিন মধ্যরাতের দু’মিনিট পর এ হামলার ঘটনা ঘটে।
বেজসোনভ তার টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে বলেন— মার্কিন হিমার্স রকেট ওই ভোকেশনাল স্কুলে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে। তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। হমলায় ওই স্কুল বিল্ডিংটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।




