বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও গৃহনির্মাণে অর্থ প্রদান
সময় সিলেট ডেস্ক
সিলেটের বিশ্বনাথে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আব্দুল হান্নান মোহাম্মদ জাকারিয়াকে চিকিৎসা সহায়তা এবং দিনমুজুর নিজাম উদ্দিনকে গৃহনির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’।
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত ও আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে এবং ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বৃটেনের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এসএমএস মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম আহমেদ’র ব্যবস্থাপনায় এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) বেলা ২টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলামপুর (পূর্ব কৃষ্ণপুর) গ্রামের দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত আব্দুল হান্নান মোহাম্মদ জাকারিয়াকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
এরপর, ওইদিন বিকেলে একই ইউনিয়নের গোমরাগুল (পূর্বপাড়া) নিবাসী দিনমুজুর নিজাম উদ্দিনের বাড়ীতে গিয়ে তার বসতঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— এসএমএস মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক শায়েস্তা মিয়া, বিশিষ্ট সাংবাদিক সমুজ আহমদ সায়মন, পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. গিয়াস উদ্দিন সোহাগ, ইউপি সদস্য আব্দুর রব রাজু, ব্যবসায়ী ইরন মিয়া ও সাহাব উদ্দিন প্রমুখ।