ডাকাতির অভিযোগে চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
স্টাফ রিপোর্টার
সিলেটে ডাকাতির অভিযোগে চার ‘ডাকাতকে’ গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌভীরগাঁওয়ের দশগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতর হলেন— সিলেটের জালালাবাদ থানার আখালিয়া কলাপাড়ার বড়বাড়ীর আতর মিয়ার ছেলে রুহুল আমিন (২৪) ও একই বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে সুহেল মিয়া (২১), একই থানার আখালিয়া নতুন বাজার এলাকার আবুল কাশেমের ছেলে রাহি আহমদ (১৮) এবং বিশ্বনাথ থানার আকিলপুর গ্রামের চমক আলীর ছেলে রুবেল আহমদ (২১)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস এক বিজ্ঞপ্তিতে জানান— শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দশগ্রাম বাজার এলাকায় অস্ত্র-সস্ত্র নিয়ে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশে সমবেত হয়ে বিষ্ফোরক দ্রব্যের মাধ্যমে বিষ্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে পুলিশে খবর দেন। এসয় তাদের গণধোলাইও দেন স্থানীয়রা।
পরে রাত সাড়ে ১১টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা ডাকাতদের পুলিশের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত লোকজনের সামনে আটককৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির চেষ্টার কথা স্বীকার করে। আটককালে তাদের কাছ থেকে ১টি রামদা ও ১টি চাকু জব্দ করে পুলিশ।
গণধোলাই খাওয়া ডাকাতদের উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় স্থানীয় বাজারের ব্যবসায়ী আবুল হোসেন (৩৮) বাদি হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক চারজনকে শনিবার (১৪ জানুয়ারি) পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, ঘটনার সময় ৪ ডাকাতকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।