শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর
শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ১৭০৩টি। ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৬১৩টি। এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে ২২০, মানবিক থেকে ৩১০ ও বাণিজ্য শাখা থেকে ৮৩ জনকে ভর্তি করানো হবে। এছাড়া ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৯৯০টি। এর মধ্যে ‘বি-১’ এ ৯৬০টি এবং’ বি-২’ তে ৩০টি আসন রয়েছে।
এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান ২৮ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্তা/ হরিজন-দলিত ২৮ জন, প্রতিবন্ধী ১৪ জন, চা শ্রমিক ৪ জন, পোষ্য কোটায় ২০ জন এবং বিকেএসপি কোটায় ৬ জনসহ সর্বমোট ১০০ টি আসন সংরক্ষিত রয়েছে।
ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০২-৪ হটলাইনে এবং বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবাসাইট (www.admission.sust.edu) থেকে জানা যাবে।