ওসমানীনগরে নর্থ লন্ডন যুবলীগের সভাপতি মিটনকে সংবর্ধনা
সময় সিলেট ডট কম
ওসমানীনগরে নর্থ লন্ডন যুবলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম মিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোয়ালাবাজারের একটি রেস্তোরায় গতকাল সন্ধায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানী নগর উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ।
কেন্ট যুবলীগের সভাপতি জুনেল আহমেদ নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওসমানী নগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া ও ওসমানী নগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া।
ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।