বালাগঞ্জে মোবাইল কোর্ট অভিযান, ১ লক্ষ টাকার জাল জব্দ
রজত চন্দ্র দাস ভুলন
বালাগঞ্জে মৎস্য দপ্তরের উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযান সম্পন্ন হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের নূতন সুনামপুরের একটি খালে এ অভিযান চালানো হয়। অভিযানে মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইন-১৯৫০ অনুযায়ী ৫ টি বড় আকারের বেড়া জাল ও ১ টি বস্তাজাল সহ বেশ কয়েকটি চাঁই জব্দ করা হয়। জাল গুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক বলেন- এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।