সিলেটে ট্রাকে আছড়ে পড়লো মোটরসাইকেল, আরোহী নিহত
সময় সিলেট ডট কম
সিলেট-জকিগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর আছড়ে পড়ে মৃত্যু হয়েছে ওয়েছ আহমদ নামে এক মোটরসাইকেল আরোহীর। মঙ্গলবার (৮ অক্টোবর) মধ্যরাতে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়েছ আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ ইউনিয়নের ছোটফৌদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ইস্পাহানি মির্জাপুর চা কোম্পানীর কানাইঘাট শাখার ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ওয়েছ ঘটনাস্থলে নিহত হন। কয়েকদিন থেকে ট্রাকটি নষ্ট অবস্থায় ওইস্থানে দাঁড়ানো ছিল। নিহত ওয়েছ বাড়িতে ফেরার পথে পেছন থেকে ধাক্কা লেগে তার মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে।