রাব্বির আগুনে পুড়ল সিলেট
স্পোর্টস ডেস্ক
রাজশাহীতে ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলায় প্রথম ইনিংসে কামরুল ইসলাম রাব্বির বোলিং তোপে মাত্র ৮৬ রানেই গুটিয়ে গেছে সিলেট বিভাগ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৬ উইকেট নিয়েছেন বরিশালের পেসার রাব্বি।
রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে আজ ৩ উইকেটে ৬৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সিলেট। এদিন তারা মাত্র ১৮ রানেই হারায় শেষ ৭ উইকেট! ইনিংস সর্বোচ্চ ১৬ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে।
আগের দিন ২ উইকেট নেওয়া রাব্বি এদিন নিয়েছেন আরো ৪টি। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই পেসার। আর অফ স্পিনে তিন ওভারে কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছেন নুরুজ্জামান।
চার দিনের ম্যাচে রাজশাহীতে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে সিলেট। প্রথম দিনটা ভেসেছে বৃষ্টিতে। দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দেওয়ায় খেলা হয়েছিল মাত্র ৩১ ওভার। ৩ উইকেটে ৬৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সিলেট। এর মধ্যে ২ উইকেট নেন রাব্বি। আজ তৃতীয় দিনে মাত্র ১৮ রান যোগ করেই গুটিয়ে যায় সিলেট।
আজ আরও ৪ উইকেট তুলে নেন জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট খেলা এ পেসার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২১৬ রান তুলেছে বরিশাল।