কণ্ঠশিল্পী ন্যান্সির বাবা আর নেই
বিনোদন ডেস্ক
না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির বাবা নাঈমুল হক। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি।
তিনি জানান, বাবা এমনিতে সুস্থই ছিলেন। হঠাৎ কাল রাত থেকে তার শরীরটা খারাপ হয়। এরপর আজ সকালেই আমাদের ছেড়ে চলে গেলেন।
তিনি আরও বলেন, বাবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খিলক্ষেতে থাকতেন। আমি ও আমার ছোট ভাই ময়মনসিংহে। ভেবেছিলাম সকালে ঢাকায় তার কাছে আসবো। আসছি ঠিকই কিন্তু বাবাকে আর পেলাম না।
ন্যান্সির বড় ভাই রয়েছেন ঢাকাতে। ছোট ভাই ও স্বামী-সন্তানদের নিয়ে ন্যান্সির ঢাকায় আসার পর সিদ্ধান্ত নেয়া হবে বাবার দাফনের ব্যাপারে।
ন্যান্সির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থ নিয়ন্ত্রক ছিলেন। বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে ন্যান্সির মা জ্যোৎস্না হক মারা যান।