ক্লোজআপ তারকা সালমার দিনকাল
বিনোদন ডেস্ক
জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ওরফে সালমা। ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’রিয়েলিটি শো থেকে বেশ আলোড়ন তুলেই উত্থান ঘটে তার। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের শুরুতে সানাউল্লাহ নূরে সাগর নামে এক আইনজীবীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।
বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় স্বামী সাগরের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। পোস্ট করা সেই ছবিগুলো ভিন্ন ভিন্ন আঙ্গিকে তোলা। আর সবগুলোই আনন্দময় মুহূর্ত।এতে বোঝা যায় নতুন দাম্পত্যে বেশ সুখেই আছেন সালমা।
জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা লেখেন, ‘ইশক, মোহাব্বত ওর পেয়ার, এ এক গোপন অনুভূতি, একটু করলাম শেয়ার।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই লেখা এবং ভিন্ন ভিন্ন মুহূর্তের আনন্দময় ছবি গুলোই তাদের বিবাহিত জীবনের নানা মুহুর্ত দিচ্ছে। ভক্তরাও তার বিবাহিত জীবনের শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী সালমা। তিনি ২০১১ সালে বিয়ে করেন শিবলী সাদিককে, সে সম্পর্ক চুকে যায় ২০১৭ সালে। পরে গত বছরের শুরুতে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে পারিবারিকভাবে বিয়ে করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।