জগন্নাথপুরের আ. লীগ নেতা আব্দুল মালিকের দাফন সম্পন্ন
সময় সিলেট ডট কম
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মালিক (৭০) এর জানাজা রোববার (৪ অক্টোবর) জহরের নামাজের পর শ্রীধরপাশা দারুল উলূম হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আব্দুল বাতির। জানাজায় নামাজে অংশ নেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সহসভাপতি এমএ মুকিত, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন, সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল হোসেন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমেদ প্রমুখ।
প্রঙ্গত প্রবীণ এ আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। ৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখেন সৎ সজ্জন নিবেদিত প্রাণ এই মুজিব সৈনিক। তার মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।