বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
সময় সিলেট ডট কম
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার (৪ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে একজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এর আগে রোববার বেলা আনুমানিক ১২টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাহুবলস্থ রশিদপুর ৫নং গ্যাসফিল্ড এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সাতগাঁও চা বাগানের কামারপাড়ার মৃত সনোহা কর্মকারের ছেলে জিপচালক সঞ্জিব কর্মকার (৩৮), বাহুবল উপজেলার ফয়েজাবাদ চা বাগানের নতুন কোয়ার্টারের বাদল রাজঘরের ছেলে মহেষ রাজঘর (৩৫), একই এলাকার অলি উরাংয়ের স্ত্রী অঞ্জলী উরাং (৭০), প্রদীপ (২৫) ও এক শিশু।
প্রসঙ্গত, রোববার সকাল ১১টায় শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জমুখী একটি লোকাল বাস এবং বাহুবলের ফয়জাবাদ থেকে লেবুবাহী একটি জিপ শ্রীমঙ্গল আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তে জিপ ড্রাইভার সঞ্জিত কর্মকার (৩০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরও ৮ জনকে শ্রীমঙ্গল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে শ্রীমঙ্গলে মহেষ রাজঘর (৪০) নামে একজন মারা যান। সংঘর্ষের পর থেকে বাস চালক পলাতক রয়েছেন।