হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণ
সময় সিলেট ডট কম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার জিগদর গ্রামের শাকিল মিয়া ও হারুন মিয়া।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, চুনারুঘাটের রানীগাঁও ইউনিয়নে পাহাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে এক দল ডাকাত হানা দেয়। এ সময় তারা ঘরে থাকা মা ও মেয়েকে মুখ বেঁধে রাতভর ধর্ষণ করে। পরে স্বর্ণালঙ্কার ও গরু নিয়ে চলে যায়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা গিয়ে মা-মেয়েকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, ধর্ষণের শিকার নারী শনিবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।