সিলেটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ
সময় সিলেট ডট কম
সিলেট জেলার ১১টি থানায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এক যোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় জেলার ১১টি থানার ইউনিয়ন ও পৌরসভা কার্যালয়ে স্থাপিত ৮৮ টি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারগন বিভিন্ন থানার অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জগনের তত্ত্ববাবধানে প্রতিটি বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসারগন নিজ নিজ বিট পুলিশিং কার্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশের আয়োজন করে। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, নারী প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী মানুষ এ সমাবেশে উপস্থিত ছিলেন। সম্প্রতি নারী নির্যাতনের ঘটনা তুলনামূলক ভাবে বৃদ্ধি পাওয়ায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন করার উদ্দেশ্যে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সারা দেশে ৬৯১২ টি বিট পুলিশিং কার্যালয়ে এক যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। পুলিশ সুপারের বক্তব্যে তিনি নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সকল শ্রেনী পেশার মানুষ কে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ এবং এরকম ঘৃন্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভুক্তভোগি সহ সচেতন মানুষদেরকে নিজ নিজ বিট অফিসারদের মোবাইল নাম্বার এবং জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ তথ্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।
জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের নির্দেশে সারা দেশে একযোগে ধর্ষণ ও নির্যাতন বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার ১১টি থানার ৮৮ টি বিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি