আকবরকে পালাতে সাহায্যকারীদের ধরতে তদন্তে কমিটি
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার ::
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নিহত হবার পর বরখাস্ত হওয়া ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়ার হদিস পাচ্ছে না পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ ওঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে পালাতে কেউ সহযোগিতা করেছে কি-না, তা জানতে তদন্ত কমিটি করেছে পুলিশ সদর দফতর।
গতকাল সোমবার রাতে এ কমিটি করা হয়। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশের একজন সহকারী মহাপরিদর্শকের (এআইজি) নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শুধু তদন্ত করবে যে অভিযুক্তকে (এসআই আকবর হোসেন) কেউ পালাতে সহযোগিতা করেছে কি-না।