বিশ্বনাথে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের নলকূপ স্থাপন
সময় সিলেট ডট কম
নিজস্ব প্রতিবেদক ::
আর্তমানবতার সেবায় সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ধারাবাহিকতায় আরো একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গত সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রামের একটি গরীব অমুসলিম পরিবারের বিশুদ্ধ পানি নিশ্চিত করণের জন্য এই নলকূপ প্রদান করা হয়।
সালেহ আহমদ সাকিবের সপ্তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মানবিক ও কল্যাণ কাজের শুভ উদ্বোধন করেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব তারা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেটের ম্যানেজিং ডিরেক্টর, খ্যাতিমান স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আ ক ম এনামুল হক মামুন, কান্দিগ্রাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দীন আহমদ, সংগঠক তজম্মুল আলী, হারিছ আলী, রাসেল মিয়া, খায়রুল ইসলাম ফাহিম ও নলকূপ গ্রহীতা সূর্যবাবু ওরফে এলেঞ্জি।
পরে পার্শবর্তি দারুল মা’আরিফ আল ইসলামিয়াতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সালেহ আহমদ সাকিব এর দীর্ঘায়ু এবং দারুল মা’আরিফের অধ্যক্ষ অসুস্থ মাওলানা আব্দুল হাই জেহাদীর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।