দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠী
সময় সিলেট ডট কম
সময় সিলেট ডেস্ক ::
আজ ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবার ৩০ হাজার ২১৩টি মণ্ডপে পূজা হবে। আর ঢাকা মহানগরে পূজামণ্ডপের সংখ্যা ২৩২, গত বছর যা ছিল ২৩৮।
পূজা শেষ হবে ২৬ অক্টোবর বিজয়া দশমীতে। এর মধ্যে সপ্তমীর দিনে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। এই সাত দিনে প্রতিদিন সন্ধ্যা আরতির পর সারা দেশের পূজামণ্ডপগুলো বন্ধ থাকবে।
পূজার সময় দেবী দুর্গার ভোগপ্রসাদ ছাড়া খিচুড়ি বা এ জাতীয় প্রসাদ বিতরণ এবং বিজয়ার শোভাযাত্রা হবে না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
পূজামণ্ডপগুলোতে মাস্ক ব্যবহার, শোভাযাত্রা না করা, সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখারও সিদ্ধান্ত হয়েছে।