তামিমদের হারিয়ে ফাইনালে নাজমুলরা
সময় সিলেট ডট কম
স্পোর্টস ডেস্ক ::
আবু জায়েদ রাহীর লেন্থ বল ড্রাইভ করেছিলেন তামিম ইকবাল। ব্যাট-বলের রসায়ন জমেনি। ব্যাটের আলতো ছোঁয়া পেয়ে বল যায় ইরফান শুক্কুরের হাতে। ফাইনালের বাঁচা-মরার লড়াইয়ে জয়ের জন্য তখনও বাকি ৮৪ বলে ৬৩ রান।
ব্যক্তিগত ৫৭ রানে তামিমের ফিরে আসার পর সব ওলটপালট হয়ে গেল। হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে শেষ হলো তামিমদের বিসিবি প্রেসিডেন্টস কাপের যাত্রা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নাজমুল একাদশ হারিয়েছে তামিম একাদশকে। ফাইনালে যেতে হলে এ ম্যাচ জিততেই হতো। কিন্তু শেষ হাসি হেসেছে নাজমুলরা। তামিমদের পরাজয়ে মাহমুদউল্লাহ একাদশকে নিয়ে ফাইনালে গেল নাজমুল একাদশ।
বল হাতে ৫ উইকেট নিয়ে সাইফ উদ্দিন পেয়েছেন সেরা বোলারের পুরস্কার। লো স্কোরিং ম্যাচে ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তাসকিন আহমেদ। সেরা ব্যাটসম্যান হয়েছেন মুশফিকুর রহিম। সেরা ফিল্ডার তামিম ইকবাল।
শুক্রবার দুপুর ২টায় নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ টুর্নামেন্টের ফাইনাল খেলবে মিরপুরেই।